News71.com
 Bangladesh
 19 Aug 19, 06:24 PM
 1078           
 0
 19 Aug 19, 06:24 PM

ঝালকাঠীত বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড॥

ঝালকাঠীত বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড॥

নিউজ ডেস্কঃ পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে আলতাফ হোসেন খন্দকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে, ঝলকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হোসেন এ রায় ঘোষণা করেন। আসামি আলতাফ খন্দকারের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। আসামি আলতাফ বর্তমানে পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি আলতাফ হোসেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ই এপ্রিল সকালে ছেলে আলতাফ হোসেনকে বাড়ির উঠান থেকে লাকড়ি তুলতে বলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে আলতাফ তার বাবা বারেক খন্দকারকে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার তিনদিন পর বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে বারেক খন্দকার মারা যান। এ ঘটনায় নিহতের আরেক ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে ১৩ই এপ্রিল কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌশলী এম আলম খান কামাল। অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন মঞ্জুর হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন