bangladesh
 16 Aug 19, 07:13 PM
 99             0

বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ।। একই পরিবারের ৪ জন নিহত

বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ।। একই পরিবারের ৪ জন নিহত

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দু’জন। নিহতরা হলো মো. রফিকুজ্জামান(৪৫) ও তার স্ত্রী শাহিনা আক্তার (৪০) এবং তাদের ছেলে নাদিম হোসেন (২৫) ও মেয়ে রনক জাহান (১৩)। নিহতরা নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বাসিন্দা।

গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে একটি বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। প্রাইভেট কারটি নেত্রকোনার দূর্গাপুর থেকে ময়মনসিংহ হয়ে নরসিংদী যাচ্ছিল। গৌরীপুরের রামগোপালপুর এলাকায় ওভারটেক করার সময় বাস প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী শাহিনা আক্তার মারা যায়। বাকি পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আরও তিনজন মারা যান। আহত দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')