bangladesh
 21 Jul 19, 09:29 PM
 34             0

স্থানীয় সরকার নির্বাচন।। ৩৩৫ আসনে বিনা ভোটে নির্বাচিত ৬৪

স্থানীয় সরকার নির্বাচন।। ৩৩৫ আসনে বিনা ভোটে নির্বাচিত ৬৪

নিউজ ডেস্ক: আগামী ২৫ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় বিভিন্ন স্থানীয় সরকারের ৩৩৫টি আসনের নির্বাচনে অন্তত ৬৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, ২৫ জুলাই জেলা পরিষদের ২২টি পদে ও ইউনিয়ন পরিষদে ২৭৪ পদে উপ-নির্বাচন এবং ৭টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রায় ১৩৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে অন্তত ৬৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ছয়জন ও সংরক্ষিত মহিলা আসনে সাতজন রয়েছেন। আর জেলা পরিষদের বিভিন্ন পদের উপ-নির্বাচনে দশজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')