News71.com
 Bangladesh
 11 Jul 19, 08:31 PM
 142           
 0
 11 Jul 19, 08:31 PM

চলতি মাসের যে কোনো সময় ই-পাসপোর্ট চালু হবে॥স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি মাসের যে কোনো সময় ই-পাসপোর্ট চালু হবে॥স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, চলতি মাসের যে কোনো সময় ই-পাসপোর্ট চালু করা হবে। প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। এ মাসেই উদ্বোধন হবে, সেটা প্রধানমন্ত্রীর সময়ের ওপর নির্ভর করছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ই-পাসপোর্ট একটি ঐতিহাসিক কাজ। জার্মানির একটি খ্যাতনামা প্রতিষ্ঠান কাজ করছে। তারা কাজ গুছিয়ে এনেছেন। জুলাইয়ের যেকোনো সময়ে আমরা ই-পাসপোর্ট চালু করতে পারব। মন্ত্রী বলেন, আমরা এর আগে দেশের ২ লাখ ৬০ হাজার মানুষের হাতে এমআরপি পাসপোর্ট তুলে দিয়েছি। ই-পাসপোর্টও আমরা মানুষের হাতে তুলে দিতে পারব। এর আগে বিএসআরএফ এর পক্ষ থেকে ফুল দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন