News71.com
 Bangladesh
 15 Sep 23, 02:18 PM
 144           
 0
 15 Sep 23, 02:18 PM

জালিয়াতির মাধ্যমে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুসকে ফাঁসানোর অভিযোগ॥

জালিয়াতির মাধ্যমে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুসকে ফাঁসানোর অভিযোগ॥

 

 

 

 নিউজ ডেস্কঃ চেকলিষ্ট জালিয়াতি করে ড. মুহাম্মদ ইউনূসকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার নিযুক্ত আইনজীবীগণ। এই অভিযোগে বিজ্ঞ আদালতের কাছে ড. ইউনূসের আইনজীবীগণ মামলার বাদী, কলকারখানার মহাপরিদর্শকসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। গত বুধবার শ্রম আদালতে গ্রামীণ টেলিকমের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ আর্জি জানান। এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল গতকাল। মামলায় অন্য বিবাদীরা হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান।

 

গত ৫ সেপ্টেম্বর থেকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে প্রথম সাক্ষীর জেরা শুরু করেছেন ড. ইউনূসের আইনজীবী। এরপর এ মামলায় পরবর্তী কার্যক্রমের জন্য গত ১৩ সেপ্টেম্বর দিন ঠিক করেন আদালত। আদালতে ওই দিন শুনানিতে ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী। ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। শুনানিতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের নিজস্ব চেকলিস্ট জালিয়াতি করে ড. মুহাম্মদ ইউনূসকে ফাঁসানো হয়েছে বলে দাবি তুলে আদালতকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন ড. ইউনূসের আইনজীবী। কোর্টে তোলা অভিযোগে কলকারখানার মহাপরিদর্শক, মামলার বাদীসহ জড়িতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তারা॥

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন