News71.com
 International
 30 Nov 22, 11:05 PM
 173           
 0
 30 Nov 22, 11:05 PM

রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তে বিশেষায়িত আদালত খুঁজছে ইইউ।।

রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তে বিশেষায়িত আদালত খুঁজছে ইইউ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্ত করতে ইউনিয়ন জাতিসংঘ সমর্থিত একটি বিশেষ আদালত গঠনের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় (ইইউ)। বুধবার ইইউ এই প্রস্তাব দেয়। একইসঙ্গে যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনর্গঠনে রাশিয়ার আটকে থাকা সম্পদ ব্যবহারের প্রস্তাবও দেয় জোটটি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, ট্রাইব্যুনালের জন্য আন্তর্জাতিক সমর্থন যোগাতে ইইউ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে। আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের কাজে সমর্থন দেওয়া অব্যাহত রয়েছে।   চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক আগ্রাসনে অনুমতি দেওয়ার পর থেকে, তার সৈন্যরা নানা সময় হত্যা থেকে শুরু করে অ্যাবিউজের অভিযোগে অভিযুক্ত হয়েছে। এর মধ্যে ১৬ মার্চ মারিওপোলের একটি থিয়েটারে হামলায় প্রায় ৬০০ প্রাণহানির ঘটনাও রয়েছে।  ইউক্রেন যুদ্ধে সামরিক বাহিনীর নানা অপরাধ তদন্ত ইউরোপে চলমান। হেগ-ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন