News71.com
 Bangladesh
 20 Jun 22, 10:46 AM
 1339           
 0
 20 Jun 22, 10:46 AM

মৌলভীবাজারে দুর্গতদের পাশে জেলা প্রশাসক।।

মৌলভীবাজারে দুর্গতদের পাশে জেলা প্রশাসক।।

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের রাজনগর ও কুলাউড়া উপজেলার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক। এ সময় তিনি বন্যার্তদের মধ্যে বাংলাদেশ সরকারের জরুরি সহায়তা হিসেবে শুকনো খাবার তুলে দেন। রোববার (১৯ জুন) মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান কুলাউড়া উপজেলার পৌরসভা এলাকা ও কাদিপুর ইউনিয়ন এবং রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী, রাজনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাবলু সূত্রধর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক প্রমুখ। জানা গেছে, মুষলধারে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার ৭টি উপজেলায় এ পর্যন্ত বন্যা আক্রান্ত হয়েছেন দুই লক্ষাধিক মানুষ। রাজনগর উপজেলায় চারটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ওই উপজেলায় বন্যা দুর্গত মানুষের সংখ্যা প্রায় ১০ হাজার মানুষ। শ্রীমঙ্গল উপজেলায় পাঁচটি ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে ওই উপজেলায় বন্যা দুর্গত হয়ে পড়েছেন প্রায় চার হাজার মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন