News71.com
 Bangladesh
 10 Jun 22, 07:38 PM
 1042           
 0
 10 Jun 22, 07:38 PM

ভোলা-বরিশাল সীমান্তে দুই গ্রমাবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১২।।

ভোলা-বরিশাল সীমান্তে দুই গ্রমাবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১২।।

নিউজ ডেস্কঃ ভোলা ও বরিশালের সীমান্তে চরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল (শেবাচিম) থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (৯ জুন) রাতে চর চটকিমারা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনজামাম হোসেন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪৫-৫০ জনকে আসামি করে এ মামলা করা হয়। চটকিমারা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনজামাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার চর দখল নিয়ে ভোলা এবং বরিশালের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান করছিল। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায়ে পুলিশ ফাঁকা গুলি চালায়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন