News71.com
 Bangladesh
 22 Jan 22, 03:38 PM
 133           
 0
 22 Jan 22, 03:38 PM

সূর্যের দেখা নেই।।বৃষ্টিপাতের প্রবণতা

সূর্যের দেখা নেই।।বৃষ্টিপাতের প্রবণতা

নিউজ ডেস্কঃ  শৈত্য প্রবাহ কেটে গিয়ে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। ফলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ায় দেখা মিলছে না সূর্যের। শনিবার (২২ জানুয়ারি) সকালের দিকে কিছুটা উঁকি দিয়েই যেন মিলিয়ে যায় সূর্য। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এমন অবস্থা বিরাজ করছে। এই অবস্থায় শৈত্য প্রবাহ কেটে গেলেও বেড়েছে শীতের অনুভূতি।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার ও তৎসংলগ্ন এলাকায়। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রোববার (২৩ জানুয়ারি) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দু'এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবন রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন