News71.com
 Bangladesh
 11 Jan 22, 11:04 AM
 271           
 0
 11 Jan 22, 11:04 AM

মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হলেই শাস্তি॥

মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হলেই শাস্তি॥


নিউজ ডেস্কঃ ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছে সরকার। করোনা মহামারির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে ১১ দফা বিধি-নিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেওয়া হয়। সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেঁস্তোরাসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে। এতে আরও বলা হয়, অফিস-আদালতসহ ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন