News71.com
 Bangladesh
 13 Oct 21, 12:00 AM
 25           
 0
 13 Oct 21, 12:00 AM

রাজশাহীতে ধসে পড়লো ওয়ার্কার্স পার্টির ভবন॥  

রাজশাহীতে ধসে পড়লো ওয়ার্কার্স পার্টির ভবন॥   

নিউজ ডেস্কঃ ধসে পড়েছে বাংলাদেশের ওয়াকার্স পার্টির রাজশাহী মহানগর কার্যালয়। একই ভবনে রয়েছে রাজশাহী প্রেসক্লাবও। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে এ ভবন ধসের ঘটনা ঘটে। ভবনটি পুরনো ও জরাজীর্ণ। অনেক দিন থেকেই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। ভবনটিতে ঝুঁকি নিয়েই দুটি অফিসের কার্যক্রম চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাংলাদেশের ওয়াকার্স পার্টির রাজশাহী মহানগর কার্যালয়ে অবস্থান করছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেডের দুজন সদস্য। ভোরে হঠাৎ বিকট শব্দ পেয়ে তাদের ঘুম ভেঙে যায়। উঠে তারা দেখতে পান দোতালা ভবনের সামনের অংশ ধসে পড়েছে। অবস্থা বেগতিক দেখে তারা দ্রুত নিচে নেমে পড়েন। একই ভবনে রাজশাহী প্রেসক্লাবও রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ওই ভবনসহ পাশের দুটি ভবনও ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়। ভবনটি মূল সড়কের পাশে হওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। যেভাবে ভবনটির সামনের অংশ ভেঙে পড়েছে, সেটি দিনের বেলা বা মধ্য রাতের আগে হলে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারতো। কারণ ওই স্থানে প্রচুর জনসমাগম লেগেই থাকে। এ অবস্থায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ভবনটির সামনের অংশ মারাত্মকভাবে ধসে পড়েছে। জরাজীর্ণ এ ভবনটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দিনের কোনো এক সময় এ ঘটনা ঘটলে বহু হতাহতের ঘটনা ঘটতে পারতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন