News71.com
 Bangladesh
 03 Oct 21, 01:58 PM
 98           
 0
 03 Oct 21, 01:58 PM

ময়মনসিংহের ফুলপুরে তুচ্ছ ঘটনায় যুবক খুন॥ আহত ৩

ময়মনসিংহের ফুলপুরে তুচ্ছ ঘটনায় যুবক খুন॥ আহত ৩

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুরে প্রতিবেশী এক শিশুর পায়ের ওপর বাইসাইকেলের চাকা তুলে দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে মো. রায়হান মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মো. রায়হান মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোববার (৩ সেপ্টেম্বর) ভোর রাত সোয়া ৩টায় মারা যান তিনি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মো. আবুল কাশেম (৪৫) ও মো. ইন্নছ আলী (৪২) নামে দুইজনকে আটক করা হয়েছে। ওসি আরও জানান, গত শুক্রবার জিন্নত আলীর ছেলে আরাফাত হোসেন (১০) সাইকেল চালানোর সময় প্রতিবেশী মোরশেদ আলীর ছেলে তাসকিনের (৭) পায়ের ওপর দিয়ে সাইকেলের চাকা উঠিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুই পক্ষের মধ‍্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জিন্নত আলীর ভাতিজা রায়হানসহ উভয় পক্ষের চারজন গুরুতর আহত হয়। পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে রায়হানের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন