News71.com
 Bangladesh
 13 Sep 21, 10:27 PM
 249           
 0
 13 Sep 21, 10:27 PM

সাতক্ষিরার পাটকেলঘাটায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২৫॥  

সাতক্ষিরার পাটকেলঘাটায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২৫॥   

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মশিয়ার রহমান জানান, ওই কলেজের কাছে খুলনাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ অন্তত ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহত ট্রাক চালককে আহতাবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার পরিচয় জানা যায়নি।

এছাড়া আহত খুলনার বারান্দির টেকের হাটের নির্মল মণ্ডল (৫০), গিলেতলার ইলিয়াস হোসেন (২৫), সাতক্ষীরার সুলতানপুরের রুনা বেগম (৫০), চোমরখালী গ্রামের সাধনা মণ্ডল (৪৫) ও খুলনা শিরোমনির রেখা বেগমকে (৩৮) পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মশিয়ার রহমান আরও জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন