News71.com
 Bangladesh
 08 Sep 21, 11:55 PM
 106           
 0
 08 Sep 21, 11:55 PM

মিরসরাইয়ে কাভার্ডভ্যান দুর্ঘটনায় নিহত ২॥

মিরসরাইয়ে কাভার্ডভ্যান দুর্ঘটনায় নিহত ২॥

নিউজ ডেস্কঃ মিরসরাইয়ে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতের নাম জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৪৫ ও অন্যজনের বয়স ৩৫ বছর। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. মাহমুদ বলেন, একটি কাভার্ডভ্যানকে আরেকটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ২ জনের মৃত্যু হয়। এসময় একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পাঠানো হয়েছে হাসপাতাল মর্গে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন