News71.com
 Bangladesh
 03 Sep 21, 12:42 PM
 78           
 0
 03 Sep 21, 12:42 PM

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু॥

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ ফুলপুরে (ময়মনসিংহ) জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২ সেপ্টেম্বর) উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া পূর্বপাড়া বওলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মো. শুকুর মাহমুদ ওরফে শুর মামুদ (৬৫) এবং তার ছেলে মিরাস উদ্দিন (২৪)। তারা দু’জনেই পেশায় কৃষক। এ ঘটনায়তে তাদের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, কৃষক শুকুর মাহমুদ তার জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যান।

এদিকে দুপুর পেরিয়ে বেলা বাড়তে থাকলেও তিনি বাড়িতে ফিরে না আসায় ছেলে মিরাস উদ্দিন তাকে খুঁজতে বিকেলে মাঠে যান। এ সময় জমিতে বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন