News71.com
 Bangladesh
 04 Aug 21, 09:55 PM
 147           
 0
 04 Aug 21, 09:55 PM

বঙ্গোপসাগরে ফিশিং বোটের ইঞ্জিন বিকল॥ নৌবাহিনীর তৎপরতায় ১৭ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ফিশিং বোটের ইঞ্জিন বিকল॥ নৌবাহিনীর তৎপরতায় ১৭ জেলে উদ্ধার

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।  মঙ্গলবার (৩ আগস্ট) মধ্যরাতে নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ কুতুবদিয়া থেকে ৫ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় ‘তামান্না মুন্সী-৪’ নামের ফিশিং বোট থেকে এসব জেলেদের উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে বানৌজা অনুসন্ধান বোটটিকে টেনে কুতুবদিয়া চ্যানেলের কাছে নিয়ে আসে এবং তাদেরকে বুধবার (৪ আগস্ট) সকালে বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, ১ আগস্ট ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় গত তিনদিন সমুদ্রে অবস্থান করে। পরবর্তীতে বোটের মাস্টার জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জানান।  জরুরি সেবা থেকে নৌবাহিনীকে জানানো হলে সমুদ্রে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটসহ জেলেদের উদ্ধার করে। জাহাজের নৌ-সদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। এসময় জেলেরা নৌবাহিনীর উদ্ধার তৎপরতা ও প্রয়োজনীয় সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন