News71.com
 Bangladesh
 04 Aug 21, 09:54 PM
 84           
 0
 04 Aug 21, 09:54 PM

খুলনা বিভাগে একদিনে করোনায় ৩৫ জনের মৃত্যু॥

খুলনা বিভাগে একদিনে করোনায় ৩৫ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ খুলনা বিভাগে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৪৫ জনের। বুধবার (৪ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩ আগস্ট ) বিভাগে ৩১ জনের মৃত্যু এবং ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোরে ৭ জন, কুষ্টিয়ায় ও চুয়াডাঙ্গায় ৬ জন করে; মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে; ঝিনাইদহে একজন মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনারোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৬ হাজার ৮৭৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ২৫২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার ৯৬২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন