News71.com
 Bangladesh
 04 Aug 21, 12:45 PM
 213           
 0
 04 Aug 21, 12:45 PM

মৎস্য কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি॥ কারাগারে ৫

মৎস্য কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি॥ কারাগারে ৫

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে মৎস্য কর্মকর্তা পরিচয়ে মাছ ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে সাবেক এক ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়। অভিযুক্তরা হলেন—পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন রতন (৩০), একই গ্রামের শাহ নেওয়াজের ছেলে সেবাব নেওয়াজ (৩০), নিতাই চন্দ্র দাসের ছেলে বাবুল চন্দ্র দাস (৫০), মনির সুফির ছেলে শাকিল সুফি (২৭) ও পার্বতীনগর ইউনিয়নের গোইয়ারপুর গ্রামের মৃত ইউসুফ হাসানের ছেলে নকিবুল হাসান (৩৮)।

এদের মধ্যে সেবাব নেওয়াজ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক ছিলেন। ২০১৭ সালে ৩০ এপ্রিল তাকে বহিষ্কার করা হয়। আনোয়ার হোসেন রতন ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী এবং নকিবুল ইসলাম জেলা মৎস্য অফিসের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।গত ৩ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করে সদর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন খোকন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, আটককৃত ৫ জনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন