News71.com
 Bangladesh
 03 Aug 21, 10:52 PM
 201           
 0
 03 Aug 21, 10:52 PM

ডেঙ্গু নিয়ন্ত্রণ অভিযানে দক্ষিন সিটির ২৯ ভবনকে ৪ লাখ টাকা জরিমানা॥

ডেঙ্গু নিয়ন্ত্রণ অভিযানে দক্ষিন সিটির ২৯ ভবনকে ৪ লাখ টাকা জরিমানা॥

 

নিউজ ডেস্কঃ এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে ২৮ নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়িকে ৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (২ আগস্ট) দিনব্যাপী ডিএসসিসির পক্ষ থেকে ১১টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।  এদিন ভ্রাম্যমাণ আদালতগুলো ৪১৪টি নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এ সময় মোট ২৯টি নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়িতে মশার লার্ভা পাওয়ায় ২৯টি মামলা দায়ের ও সর্বমোট ৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও এ সময় এডিস মশার লার্ভা প্রজনন উপযোগী পরিবেশ থাকায় মোট ৩৫টি বাসা ও নির্মাণাধীন ভবনকে সতর্ক করা হয়। এদিন সকালে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এডিস মশার প্রজননস্থল চিহ্নিত এবং উৎস নিধন করার লক্ষ্যে দক্ষিণ সিটিতে প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ কক্ষে আসা তথ্যের তালিকা অনুযায়ী প্রতিটি অভিযোগের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযান পরিচালনার নির্দেশনা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন