News71.com
 Bangladesh
 31 Jul 21, 09:56 PM
 281           
 0
 31 Jul 21, 09:56 PM

বঙ্গবন্ধু সেতু পশ্চিম পর্যন্ত পৌছালো অক্সিজেনের তৃতীয় চালান॥ চলছে খালাস 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম পর্যন্ত পৌছালো অক্সিজেনের তৃতীয় চালান॥ চলছে খালাস 

নিউজ ডেস্কঃ ভারত থেকে আমদানি করা অক্সিজেনের তৃতীয় চালান বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে খালাস কার্যক্রম চলছে।  শনিবার (৩১ জুলাই) সকাল থেকে এ অক্সিজেন গ্যাসবাহী লরির মাধ্যমে নারায়ণগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে নেওয়া হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে ও সেতু থানা পুলিশের উপস্থিতিতে লিনডে বাংলাদেশ লিমিটেডের লোকজন এসব অক্সিজেন গ্রহণ করেন। শনিবার ভোর রাতে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) তৃতীয় চালান বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে আসে। ঠিকাদারী প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ এ তরল অক্সিজেন আমদানি করছে। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, শনিবার ভোর রাতে তৃতীয়বারের মতো অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি এখানে এসে পৌঁছায়। বিকেলে খালাস শেষে ট্রেনটি আবার ভারতের উদ্দেশে ফেরত যাবে। জানা যায়, ২৫ জুলাই ও ২৮ জুলাই একই ট্রেনে ২০০ মেট্রিক টন করে অক্সিজেন নিয়ে দেশে আসে অক্সিজেন এক্সপ্রেস। এ নিয়ে ভারত থেকে তিনটি চালানে মোট ৬০০ মেট্রিক টন অক্সিজেন দেশে আসলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন