News71.com
 Bangladesh
 21 Jul 21, 11:18 PM
 243           
 0
 21 Jul 21, 11:18 PM

ঈদ ছুটির মধ্যেই ভারত থেকে এলো ১৭৯ টন অক্সিজেন॥

ঈদ ছুটির মধ্যেই ভারত থেকে এলো ১৭৯ টন অক্সিজেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ঈদে ছুটির মধ্যে বিশেষ ব্যবস্থায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৭৯ টন ৫০০ কেজি অক্সিজেন আমদানি হয়েছে। দেশে চিকিৎসাখাতে অক্সিজেনের চাহিদা জরুরি হওয়ায় বুধবার (২১ জুলাই) বিকেলে তিনজন আমদানিকারক ৯টি ট্যাঙ্কারে এ অক্সিজেন আমদানি করে। আমদানিকারকেরা হলো- বাংলাদেশের এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন।

এর আগে সরকারি এক নির্দেশনায় ঈদে ছুটির মধ্যে প্রয়োজন হলে অক্সিজেন আমদানি ব্যবস্থা সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল বন্দরে। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক(ট্রাফিক) সঞ্জয় বাড়ই জানান, মঙ্গলবার (২০ জুলাই) থেকে শুরু হয়েছে ৪ দিনের ঈদের ছুটি। তবে দেশে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল জরুরি অক্সিজেন আমদানির জন্য বন্দর খোলা রাখার। অক্সিজেনের চালান গ্রহণের জন্য ছুটির মধ্যেও বন্দর ২৪ ঘণ্টা খোলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন