News71.com
 Bangladesh
 23 Jun 21, 10:53 PM
 249           
 0
 23 Jun 21, 10:53 PM

দেশে করোনায় দশ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্ত॥

দেশে করোনায় দশ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্ত॥

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭২৭ জন। যা গত ১৩ এপ্রিলের পর থেকে দশ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। ওই দিনে দেশে শনাক্ত হয়েছে ৬ হাজার ২৮ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে। বুধবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন