News71.com
 Bangladesh
 10 Jun 21, 06:14 PM
 592           
 0
 10 Jun 21, 06:14 PM

সাতক্ষীরায় লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ।।

সাতক্ষীরায় লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ৫ জুন থেকে চলমান সপ্তাহব্যাপী লকডাউনের সঙ্গে যুক্ত হবে আরও একসপ্তাহ। এদিকে, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসানো হয়েছে। রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ।

 

সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় লকডাউনের মধ্যেও দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ৫০টি মামলায় ৩২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা ৫০ দশমিক ৫২ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই নারীসহ ৪ জন মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন