News71.com
 Bangladesh
 11 May 21, 04:49 PM
 277           
 0
 11 May 21, 04:49 PM

আল-আকসা মসজিদ চত্বরে হামলা।। বাংলাদেশের নিন্দা

আল-আকসা মসজিদ চত্বরে হামলা।। বাংলাদেশের নিন্দা

আন্তর্জাতিক ডেস্কঃ আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও বেসামরিক নাগরিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ইসরায়েলি বাহিনী কর্তৃক শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ এবং সেখানে ইসরায়েলি বেসামরিক জনগোষ্ঠীকে স্থানান্তরিত করার উদ্যোগের ভয়াবহতা প্রকাশ পেয়েছে।

এটা মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং চুক্তি লঙ্ঘন। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই ধরনের সন্ত্রাসী আক্রমণ বন্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে। ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ‘দুই রাষ্ট্রীয় সমাধান নীতির’ ভিত্তিতে ফিলিস্তিন প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করছে। জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠাকে সমর্থন করে বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন