News71.com
 Bangladesh
 10 May 21, 12:07 AM
 303           
 0
 10 May 21, 12:07 AM

রোহিঙ্গাদের ফেরাতে ইইউর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী।।

রোহিঙ্গাদের ফেরাতে ইইউর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী।।

 

নিউজ ডেস্কঃ  বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত ফেরাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় ইউনিয়ন ডে উপলক্ষে দেওয়া দু’টি আলাদা বার্তায় তিনি এই সহায়তা চান। ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাস জানায়, ৯ মে ইউরোপীয় ইউনিয়ন ডে উপলক্ষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরশুলা ভন ডার লেয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলকে আলাদা দু’টি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 

উভয়ের কাছে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অবস্থানরত ১১ লাখ রোহিঙ্গা নাগরিকদের স্বেচ্ছায়, নিরাপদে ও আত্মমর্যাদার সঙ্গে মিয়ানমারে ফেরত পাঠাতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চান। বার্তায় বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, আইনের শাসন, নারী সমতা ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখায় ইউরোপীয় ইউনিয়নকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্ব ও সহযোগিতা আরো জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন