News71.com
 Bangladesh
 30 Apr 21, 07:08 PM
 101           
 0
 30 Apr 21, 07:08 PM

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত।।

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত।।

নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহানগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের চক আতাউল্লা নামক স্থানে এ ঘটনা ঘটে। সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে সিলেটগামী মাল বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী বালিভর্তি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিলেটগামী ট্রাকের হেলপার ও চালক ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ও তাজপুর দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তামাবিল হাইওয়ে পুলিশ ট্রাক দুটি আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন