News71.com
 Bangladesh
 16 Apr 21, 01:51 PM
 936           
 0
 16 Apr 21, 01:51 PM

করোনা রোগীদের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের অক্সিজেন সার্ভিস।।

করোনা রোগীদের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের অক্সিজেন সার্ভিস।।

নিউজ ডেস্কঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান-বিপিএম (বার) বলেছেন, করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের প্রাথমিক জীবন সুরক্ষিত রাখতে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সেবা চালু করেছি, চিকিৎসা সেবাপ্রত্যাশীদের কাছে এ সুনির্দিষ্ট তথ্য পৌঁছে দিবেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স এ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সেবা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমরা করোনার সর্বগ্রাসী রূপে একটি অস্বাভাবিক, কঠিন সময় অতিক্রম করছি। যেখানে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অনেকেই মৃত্যুবরণ করছে ও মৃত্যুর প্রহর গুনছে। মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের জিরো টলারেন্স ছাড়া আর কোনো উপায় নেই। সরকারের পক্ষ থেকে যে ১৮ দফা নীতিমালা রয়েছে তা অবশ্যই অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন