News71.com
 Bangladesh
 15 Apr 21, 12:49 PM
 120           
 0
 15 Apr 21, 12:49 PM

কোটালীপাড়ায় ট্রাক-অ্যাম্বু‌লে‌ন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ১।।

কোটালীপাড়ায় ট্রাক-অ্যাম্বু‌লে‌ন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ১।।

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ফুরু শেখ ( ৫৫) নামে এক ব্য‌ক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারাশী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুরু শেখ কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের হামিদ শেখের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গোপালগঞ্জ থেকে কোটালীপাড়ামু‌খি একটি ট্রাকের সঙ্গে তারাশী বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমু‌খি এক‌টি অ্যাম্বু‌লে‌ন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও অ্যাম্বু‌লে‌ন্সের মধ্যে পড়ে ভ্যান চালক ফুরু শেখ গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় তা‌কে কোটালীপাড়া উপজেলা হাসপাতা‌লে ভর্তি করা হলে তার শারী‌রিক অবস্থার অবনতি ঘটে। প‌রে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় ট্রাক ও অ্যাম্বু‌লেন্স আটক করা হয়েছে বলেও জানান ওই পু‌লিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন