News71.com
 Bangladesh
 09 Apr 21, 11:24 AM
 574           
 0
 09 Apr 21, 11:24 AM

ঢাকার হাসপাতালে ৭-৮শ বেড বাড়ানোর চেষ্টা করা হচ্ছে॥ স্বাস্থ্য সচিব

ঢাকার হাসপাতালে ৭-৮শ বেড বাড়ানোর চেষ্টা করা হচ্ছে॥ স্বাস্থ্য সচিব

নিউজ ডেস্কঃ করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় বক্ষব্যাধিসহ বিভিন্ন হাসপাতালে আরো ৭শ থেকে ৮শ বেড বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বাস্থ্য সচিব বলেন, আমরা পর্যায়ক্রমে বক্ষব্যাধি হাসপাতালসহ অন্য স্থানে ৭শ থেকে ৮শ বেড বাড়ানোর চেষ্টা করছি। আপনারা সীমাবদ্ধতার কথা জানেন, সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। স্বাস্থ্যসেবার সঙ্গে যারা সম্পৃক্ত সবাই আন্তরিকভাবে কাজ করছে। সবাইকে মাস্ক পরার পাশাপাশি সচেতন হওয়ার অনুরোধ জানান সচিব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন