News71.com
 Bangladesh
 07 Apr 21, 10:22 PM
 244           
 0
 07 Apr 21, 10:22 PM

আবারও দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা॥ আবহাওয়া অধিদপ্তর

আবারও দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা॥ আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন