News71.com
 Bangladesh
 06 Apr 21, 07:23 PM
 15           
 0
 06 Apr 21, 07:23 PM

করোনা আপডেট॥ দেশে একদিনে শনাক্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

করোনা আপডেট॥ দেশে একদিনে শনাক্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

নিউজ ডেস্কঃ করোনায় দেশে একদিনে শনাক্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জনের। একই সময়ে মারা গেছেন ৬৬ জন। এর আগে এক দিনে এত সংখ্যক লোকের করোনা শনাক্ত ‍ও মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন। আর এ পর্যন্ত মোট মারা গেছেন ৯ হাজার ৩৮৪ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। আর গত রবিবার (৪ এপ্রিল) একদিনে আক্রান্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জন। আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৯ জন। গত ২৪ ঘণ্টায় মোট ৩৪ হাজার ৩১১ জনের করোনার নমুনা টেস্ট করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন