News71.com
 Bangladesh
 06 Apr 21, 11:20 AM
 643           
 0
 06 Apr 21, 11:20 AM

ফরিদপুরের সালথায় স্থানীয়দের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ॥ উপজেলা পরিষদে আগুন

ফরিদপুরের সালথায় স্থানীয়দের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ॥ উপজেলা পরিষদে আগুন

নিউজ ডেস্কঃ ফরিদপুরের সালথায় লকডাউনের সময় দোকান খোলা নিয়ে এসিল্যান্ডের সাথে ব্যবসায়ীদের বিরোধের জের ধরে গতকাল সন্ধ্যা থেকে পুলিশের সাথে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে। স্থানীয়রা জানান, বিকেলে সালথার ফুকরা বাজারে এসিল্যান্ডের নেতৃত্বে একদল পুলিশ বাজারে গিয়ে অভিযান চালায়। এসময় ব্যবসায়ীদের সাথে এসিল্যান্ডের বাদানুবাদ হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া লোকেরা এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করে।

এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় কয়েক হাজার বিক্ষুব্ধ লোকজন সালথা থানা ও উপজেলা পরিষদ ঘেরাও করে। এতে পুলিশের সাথে বিক্ষুব্ধদের সংঘর্ষ শুরু হয়। বিক্ষুব্ধরা পুলিশের উপর ইটপাটকেল ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে। এসময় বিক্ষুব্ধরা সালথা উপজেলা চত্বরে প্রবেশ করে বেশ কিছু রুম ভাংচুর করে। পরে সংঘর্ষ থামাতে ফরিদপুর থেকে অতিরিক্ত র‌্যাব ও পুলিশের সদস্যরা ঘটানস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। রাত ১০টার দিকে বিক্ষুব্ধরা উপজেলা পরিষদের বেশকিছু কক্ষ আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন