News71.com
 Bangladesh
 04 Mar 21, 11:10 AM
 605           
 0
 04 Mar 21, 11:10 AM

মুন্সিগঞ্জে জাল তৈরি কারখানার ৫ শ্রমিকের কারাদণ্ড৷। মালিক ইউপি চেয়ারম্যান পলাতক

মুন্সিগঞ্জে জাল তৈরি কারখানার ৫ শ্রমিকের কারাদণ্ড৷। মালিক ইউপি চেয়ারম্যান পলাতক

 

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় ইউপি চেয়ারম্যানের জাল কারখানা থেকে ১ কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার ৫ জন শ্রমিকের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। র‍্যাবের হিসাবে জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা।

 

বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার 'সাওবান ফাইবার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড' জাল কারখানায় এ অভিযান চালায় নারায়ণগঞ্জের র‍্যাব-১১ এর সদস্যরা। এসময় 

মো. আবুল কাশেম, মো. আলম, মো. বেলাল, মো. শফিকুল ইসলাম, মো. আতাউলকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তবে পলাতক কারখানার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইরকম বক্তব্য দিয়েছেন। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার এখতিয়ার নেই বলেছেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আব্দুল আলীম। অন্যদিকে মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার সুযোগ আছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন