News71.com
 Bangladesh
 28 Feb 21, 11:48 PM
 278           
 0
 28 Feb 21, 11:48 PM

অপরাধী শনাক্তকরণে র‌্যাবে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার শুরু।।

অপরাধী শনাক্তকরণে র‌্যাবে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার শুরু।।

 

নিউজ ডেস্কঃ আঙুলের ছাপ থেকে পরিচয় শনাক্ত করার প্রযুক্তি নিয়ে এসেছে দেশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আর এই প্রযুক্তিটি ব্যবহার হবে র‌্যাবের টহল টিমের জন্য। এই প্রযুক্তির মাধ্যমে অপরাধী, সন্দেহভাজন ব্যক্তি কিংবা বেওয়ারিশ মরদেহের আঙুলের ছাপ স্ক্যান করে তার পরিচয় নিশ্চিত করতে পারবে র‌্যাব। সচিবালয়ে রোববার (২৮ ফেব্রুয়ারি) অনলাইন আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (ওআইভিএস) প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

 

এই প্রযুক্তির মাধ্যমে একটি ডিভাইসে আঙুলের ছাপ দেয়া মাত্র অনলাইনে সংযুক্ত সেই ডিভাইসের স্ক্রিনে পরিচয় নিশ্চিতে ৬ ধরনের তথ্যের অপশন আসবে। সেগুলোতে ক্লিক করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সহজেই চিহ্নিত করা যাবে যেকোনো অপরাধীকে। র‌্যাবের টহল দলের কাছে এই প্রযুক্তি থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই প্রযুক্তির মাধ্যমে যে কাউকে শনাক্ত করা যাবে। এতে সহজেই পরিচয় নিশ্চিত করা যাবে। শুধু অপরাধী নয়, সাধারণের পরিচয়ও এর মাধ্যমে নিশ্চিত করা যাবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন