News71.com
 Bangladesh
 22 Feb 21, 10:43 PM
 304           
 0
 22 Feb 21, 10:43 PM

দেশে আজ পর্যন্ত ২৩ লক্ষাধিক মানুষের করোনা টিকা গ্রহণ॥

দেশে আজ পর্যন্ত ২৩ লক্ষাধিক মানুষের করোনা টিকা গ্রহণ॥

 

নিউজ ডেস্কঃ দেশে এ পর্যন্ত ২৩ লক্ষাধিক মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন। এদের মধ্যে ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন পুরুষ এবং ৭ হাজার ৮৯ হাজার ৪৪২ জন নারী রয়েছেন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ লাখ ২৫ হাজার ২৮০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৭৮০ জন এবং নারী ৮৫ হাজার ৫০০ জন রয়েছেন। এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৬ লাখ ৫৮ হাজার ৭৮০ জন। ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৩ হাজার ৩৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ২২ হাজার ৪৪৫ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৬২ হাজার ৯৩২ জন, রংপুর বিভাগে ২ লাখ ১৪ হাজার ৩৮৫ জন, খুলনা বিভাগে ২ লাখ ৭৪ হাজার ৬৩৭ জন, বরিশাল বিভাগে ১ লাখ ১২ হাজার ১৬৮ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৫৯ হাজার ৪৭৪ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন