Bangladesh
 16 Feb 21, 09:43 PM
 248             0

নিউজ৭১ ডটকমের ভিজিটর দেড় কোটি ছাড়াল॥

নিউজ৭১ ডটকমের ভিজিটর দেড় কোটি ছাড়াল॥

 

নিউজ ডেস্কঃ খুলনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার সম্পাদিত নিউজ পোর্টাল নিউজ সেভেনটিওয়ান ডট কম এর পাঠক (ভিজিটর) সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার ধারাকে সমুন্নত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নিরবে কাজ করে চলেছে এই নিউজ পোর্টালটি।

 

সঠিক, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে নিউজ পোর্টালটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদসহ বিশ্বের সর্বশেষ তথ্য জানতে নিউজ সাইটটি একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠছে দেশের অগণিত পাঠকদের কাছে। স্বল্পতম সময়ে নিউজ সেভেনটিওয়ান ডট কমের পাঠকের (ভিজিটর) সংখ্যার এ মাইলফলক অর্জনে এই পোর্টালের সকল পাঠক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছেন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক অজয় সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন