News71.com
 Bangladesh
 21 Jan 21, 07:15 PM
 91           
 0
 21 Jan 21, 07:15 PM

ব্রাহ্মণবাড়িয়ার সমাজসেবা কার্যালয়ের আলোচিত সেই উপ-পরিচালক॥

ব্রাহ্মণবাড়িয়ার সমাজসেবা কার্যালয়ের আলোচিত সেই উপ-পরিচালক॥

নিউজ ডেস্কঃ অবশেষে বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়ার সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস। বুধবার তাকে বরগুনা জেলায় বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। জানা যায়, করোনাভাইরাসের দুর্যোগকালীন গরিব ও অসহায়দের জন্য সরকারের দেয়া ওএমএস কার্ডের তালিকায় স্ত্রী-সন্তান ও স্বজনদের নাম ওঠানোর ঘটনায় বিতর্কিত হন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলম।

কিন্তু বিতর্কিত ওই ব্যক্তিকে সমাজসেবার সম্মাননা দিয়ে সমালোচনার মুখে পড়েন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস। গত ২ জানুয়ারি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য শাহ আলমকে সম্মাননা দেয়া হয়। বিষয়টি নিয়ে ফেসবুকে তুমুল সমালোচনা শুরু হয়। পরে কোন প্রক্রিয়ায় শাহ আলমকে সম্মাননার জন্য মনোনয়ন দেয়া হয়েছে, তা জানাতে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা করার জন্য মাসুদুল হাসান তাপসকে চিঠি দেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন