Bangladesh
 13 Jan 21, 10:38 PM
 14             0

লক্ষ্মীপুরে নবজাতকের মৃতদেহ নিয়ে কুকুরের টানাহেঁচড়া!

লক্ষ্মীপুরে নবজাতকের মৃতদেহ নিয়ে কুকুরের টানাহেঁচড়া!

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তার পাশে এক মৃত নবজাতক ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল। মৃতদেহটি টানাহেঁচড়া করছিল কুকুর। ওই নবজাতকের মাথা ছাড়া কোনো অংশ দেখা যায়নি। কুকুরের কামড়ে শুধু হাড়গুলো দৃশ্যমান। কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে তা জানা যায়নি।

আজ বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উপজেলার উত্তর চর লরেঞ্চ পূর্ব মুজিবনগর মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের পাশে ওড়না কম্বল মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে ছিল।

স্থানীয় সূত্র জানায়, একটি কালো ব্যাগ থেকে কম্বল, ওড়না, লুঙ্গি দিয় মোড়ানো নবজাতককে কুকুর টেনে-হিঁচড়ে বের করেছে। এটি দেখে স্থানীয়রা কাছে গিয়ে কুকুরকে তাড়িয়ে দেয়। নবজাতকের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, কুকুর নবজাতককে কামড়ে এ অবস্থা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')