News71.com
 Bangladesh
 05 Dec 20, 10:19 PM
 251           
 0
 05 Dec 20, 10:19 PM

আমার নামেই নাম, কাজেই অনেক আনন্দ হচ্ছে।। প্রধানমন্ত্রী

আমার নামেই নাম, কাজেই অনেক আনন্দ হচ্ছে।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ দীর্ঘ ২৪ সপ্তাহের অত্যন্ত কঠোর ও কষ্টসাধ্য এ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে আনুষ্ঠানিক সর্বমোট ২ হাজার ৫২৪ জন রিক্রুট (নারী-পুরুষ) সৈনিকদের মধ্যে শ্রেষ্ঠ ফায়ারার হয়েছেন হাসিনা আক্তার বিথি (বক্ষ নং-৬৮৭)। শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে এই নারী সৈনিককে অত্যন্ত আনন্দের সঙ্গে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘মেয়েরা যে ভালো ফায়ারার হতে পারে সেটি প্রমাণিত হলো। আবার নামটাও আমার নামেই নাম, কাজেই আমার অনেক আনন্দ হচ্ছে’। অবশ্য কথাগুলো বলার সময় প্রধানমন্ত্রী চমৎকার একটি হাসি হেসেছিলেন। শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিঅ্যান্ডসি) ৯৫তম রিক্রুট নবীনদের শপথগ্রহণ ও কুচকাওয়াজ আনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সব বিষয়ে সেরা নবীন সৈনিক হিসেবে (বক্ষ নম্বর-৪৩১) রিক্রুট মো. খোকন মোল্লাকে প্রথম স্থান অর্জন করায় শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি (বক্ষ নং-৬৮৭) রিক্রুট হাসিনা আক্তার বিথি শ্রেষ্ঠ ফায়ারার হওয়ায় তাকেও অভিনন্দন জানাচ্ছি’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন