News71.com
 Bangladesh
 05 Dec 20, 10:31 AM
 189           
 0
 05 Dec 20, 10:31 AM

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ঘাতক দালাল নির্মূল কমিটির।।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ঘাতক দালাল নির্মূল কমিটির।।

নিউজ ডেস্কঃ একাত্তরের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার বিষয়টি পাকিস্তানের রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শুক্রবার (৪ ডিসেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ৩ ডিসেম্বর পাকিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত যখন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করেন তখন তাকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘৭১-এর নৃশংসতা ভোলার নয়, এ ক্ষত চিরকাল থাকবে।’ বিজয়ের মাসে ১৯৭১-এ বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার বিষয়টি পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ‘গত ২৯ বছর ধরে আমরা ’৭১-এর গণহত্যাকারীদের বিচার এবং ধর্মের নামে পাকিস্তানপ্রেমী জামায়াত গং-এর গণহত্যা ও সন্ত্রাসের রাজনীতি নিষিদ্ধকরণের আন্দোলন করছি। আমরা পাকিস্তানকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই- যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ’৭১-এর গণহত্যার জন্য সরকারিভাবে ক্ষমা না চাইবে, গণহত্যার জন্য দায়ী সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার না করবে কিংবা বিচারের জন্য বাংলাদেশের কাছে সোপর্দ না করবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাপ্য সম্পদ বুঝিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। ‘আমরা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ’৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানি হাইকমান্ড ও তাদের এ দেশীয় সহযোগী সংগঠনগুলোর বিচার দ্রুত আরম্ভ করার জন্য আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন