Bangladesh
 27 Nov 20, 01:30 PM
 143             0

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্কঃ সৌদি আরবের তায়েফ তুরাবায় কাজে যাওয়ার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়। নিহতরা হলেন- মারা কানাইঘাট উপজেলার ৪নং সাতঁবাক ইউপির কুওরের মাটি গ্রামের আবদুল খালিকের ছেলে মাশুক আহমদ ৩৫ ও নুর আহমদের ছেলে আব্দুশ শুকুর ৩২। জানা যায় বৃহস্পতিবার সকাল অনুমান ৭টায় সৌদি আরবের তায়েফ তুরাবায় এই মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবদুন নুর জানান করোনাকালীন সময়ে আব্দুশ শুকুর বাড়িতে ছিলেন। পরিবারে অভাব-অনটনের কারণে মাত্র দেড় মাস আগে তিনি সৌদি আরবে গমন করেন। এছাড়া একটি গাড়ির ড্রাইভার সিরাজ উদ্দিন ৪০ মারা যান। তার বাড়ি জকিগঞ্জ উপজেলা গঙ্গারজল এলাকায়। এ সড়ক দুর্ঘটনায় অপর আরেকজন গুরুতর আহত অবস্থায় সৌদি আরবের তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার নাম জালাল আহমদ ৩৯ বাড়ি কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন