News71.com
 Bangladesh
 26 Nov 20, 11:01 AM
 661           
 0
 26 Nov 20, 11:01 AM

খুলছে সিনেমা হল তাহলে বন্ধ কেনো পরীক্ষা হল॥

খুলছে সিনেমা হল তাহলে বন্ধ কেনো পরীক্ষা হল॥

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুবি শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করেছেন ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা। এক দফা এক দাবি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চাই, খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষা হল? আটক শুধু আমরাই, নিয়োগ পরীক্ষা বন্ধ নাই- এমন বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা দেয়ার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন যখন স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছে সে সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কোন উদ্যোগ নেই। আটকে থাকা পরীক্ষাগুলোও নেওয়ার জন্য কোন সিদ্ধান্তে আসতে পারছে না। একাউন্টিং বিভাগের শিক্ষার্থী বাহার উদ্দিন বলেন আমাদের বাবা দাদাদের কি টাকার খনি আছে যা দিয়ে দিনের পর দিন বছরের পর বছর ফাইনাল পরীক্ষার জন্য ঘুরবো। এ কারণে অনার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন আমরা শিক্ষার্থীদের পরীক্ষা নিতে প্রস্তুত। কিন্তু বিষয়টি আমাদের হাতে নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইউজিসি অনুমতি দিলেই আমরা পরীক্ষা নিতে পারবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন