News71.com
 Bangladesh
 27 Oct 20, 10:12 PM
 698           
 0
 27 Oct 20, 10:12 PM

খুলনায় ৩ কার্যদিবসে মাদক মামলার রায়।।

খুলনায় ৩ কার্যদিবসে মাদক মামলার রায়।।

নিউজ ডেস্কঃ খুলনায় মাদক মামলায় মাত্র তিন কার্যদিবসে রায় ঘোষণা করেছেন আদালত। গাঁজা রাখার অপরাধে আসামি মো. সম্রাটকে (২৬) ছয় মাস এবং ইয়াবা রাখায় আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আদালত নম্বর-৪) ড. মো. আতিকুস সামাদ এই রায় ঘোষণা করেন।

আইনজীবীরা জানিয়েছেন, দ্রুত রায় ঘোষণার ক্ষেত্রে এটি দৃষ্টান্ত। রায় ঘোষণার সময় আসামি সম্রাট আদালতে উপস্থিত ছিলেন। তিনি বরিশাল উজিরপুর থানার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। জানা যায়, ৩০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় লবনচরা থানায় মামলার পর চলতি বছরের ২১ অক্টোবর আদালতে চার্জ গঠন ও ২২ অক্টোবর ছয় জনের সাক্ষ্য নেওয়া হয়।

পরে ২৫ অক্টোবর আর্গুমেন্ট ও আসামি সনাক্ত শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাহারা ইরানী পিয়া বলেন, দেশের কোনো আদালতে মাত্র তিন কার্যদিবসে মামলার রায় এটিই প্রথম। তিন কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন সম্ভব, এই রায়ের মাধ্যমে তারই প্রমাণ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন