Bangladesh
 30 Sep 20, 02:21 PM
 33             0

করোনা।।চট্টগ্রামে নতুন আক্রান্ত ৬৬ জন

করোনা।।চট্টগ্রামে নতুন আক্রান্ত ৬৬ জন

 

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭২০টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬ জন। এ নিয়ে  মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৮০৫ জন। এইদিন করোনায় কারো মৃত্যু হয়নি চট্টগ্রামে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৬টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ১১ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৫ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১১৬টি নমুনা পরীক্ষা করে ১৬ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। তবে এইদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে করোনার নমুনা পরীক্ষা না হলেও নতুন যুক্ত হওয়া রিজিওনাল টিবি রেফারেল সেন্টার ল্যাবে (আরটিআরএল) একটি নমুনা পরীক্ষা করা হয়। এতে নমুনাটি পজেটিভ শনাক্ত হয়। তাছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৮টি নমুনা পরীক্ষা করে ২৩ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')