News71.com
 Bangladesh
 20 Sep 20, 09:17 PM
 165           
 0
 20 Sep 20, 09:17 PM

দেশের প্রথম ‘ভূ-তাত্ত্বিক জাদুঘর’ হতে যাচ্ছে জাফলংয়ে॥

দেশের প্রথম ‘ভূ-তাত্ত্বিক জাদুঘর’ হতে যাচ্ছে জাফলংয়ে॥

নিউজ ডেস্কঃ সিলেটের জাফলংয়ে দেশের প্রথম ‘ভূ-তাত্ত্বিক জাদুঘর’ স্থাপন করা হচ্ছ। ইতোমধ্যে এ জাদুঘর স্থাপনের প্রক্রিয়াও শুরু করেছে বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। জানা গেছে, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ-সংকটাপন্ন জায়গায় (ইসিএ) পাথর উত্তোলন বন্ধ করে দেশের প্রথম ‘ভূ -তাত্ত্বিক জাদুঘর’ স্থাপনের পরিকল্পনা করেছে বিএমডি। বিএমডি এ সংক্রান্ত একটি চিঠি গত সপ্তাহে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনকে দিয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব সাংবাদিকদের জানান, জাফলংয়ে উন্মুক্ত শিলাস্তর, চুনাপাথর সংরক্ষণ ও গবেষণার জন্য জাতীয় স্বার্থে ২৫ দশমিক ৫৯ একর ভূমিকে ভূতাত্ত্বিক ঐতিহ্য ঘোষণা করা হয়েছে। ওই ভূমিতে আন্তর্জাতিক মানের একটি ভূতাত্ত্বিক জাদুঘর নির্মাণ করা হবে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে জাদুঘর নির্মাণে ইতিমধ্যে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ জাদুঘর দেশি ও বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে ও সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিএমডি আইনিভাবে মোকাবিলার প্রস্তুতিও নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন