News71.com
 Bangladesh
 20 Sep 20, 07:52 PM
 162           
 0
 20 Sep 20, 07:52 PM

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু॥

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু॥

নিউজ ডেস্কঃ রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ধর্ষণের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসা. কামরুন্নাহারের আদালতে মামলার বাদী ও ধর্ষণের শিকার ওই ছাত্রীর অধ্যক্ষ বাবা জবানবন্দি দেন। পরে আসামি মজনুর আইনজীবী রবিউল ইসলাম রবি তাকে জেরা করেন। জেরা শেষে আদালত আজ সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। এরআগে সাক্ষ্য গ্রহণকালে মজনুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলাটিতে ২১ জন সাক্ষীর মধ্যে একজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন মজনু। ওই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে গত ৮ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানাধীন শেওড়া বাসস্ট্যান্ড থেকে র‌্যাব মজনুকে গ্রেফতার করে। ৯ জানুয়ারি আদালত মজনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৬ জানুয়ারি মজনু দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এখন তিনি কারাগারে রয়েছেন। ১৬ মার্চ মজনুকে একমাত্র আসামি করে ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক। পরে গত ২৬ আগস্ট মজনুর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন