News71.com
 Bangladesh
 20 Sep 20, 09:47 AM
 189           
 0
 20 Sep 20, 09:47 AM

সিঙ্গাপুর ফিরে যাচ্ছেন ড. বিজন কুমার শীল

সিঙ্গাপুর ফিরে যাচ্ছেন ড. বিজন কুমার শীল

নিউজ ডেস্কঃ গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন কিট আবিষ্কারক দলের প্রধান, বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুর ফিরে যাচ্ছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ভিসা সংক্রান্ত কিছু জটিলতার কারণে ড. বিজন কুমার শীল রোববার সিঙ্গাপুর ফিরে যাচ্ছেন। তবে গণস্বাস্থ্যের করোনাভাইরাসের অ্যান্টিবডি ও অ্যান্টিজেন কিটের উন্নয়ন এবং গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন গবেষণায় ড. বিজন কুমার শীলকে প্রয়োজন।


জাহাঙ্গীর আলম মিন্টু আরও বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে তার ভিসা প্রাপ্তিতে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সব বিষয়ে সহযোগিতা করা হবে। আশা করছি শিগগিরই তিনি আবার দেশে ফিরে আসবেন। কারণ সব সময় দেশে এসে কাজ করার ইচ্ছা পোষণ করেন তিনিও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন