News71.com
 Bangladesh
 14 Aug 20, 11:43 AM
 777           
 0
 14 Aug 20, 11:43 AM

সিরাজগঞ্জে কোচিং পরিচালনার দায়ে জরিমানা॥

সিরাজগঞ্জে কোচিং পরিচালনার দায়ে জরিমানা॥

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচিতে করোনার সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং প্রতিষ্ঠান পরিচালনা করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বেলকুচি পৌর এলাকার চালা পলাশ মার্কেট সংলগ্ন প্যাস্টরাল কোচিং নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রবিন।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রবিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালা পলাশ-খালেকের মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। করোনাকালীন সরকারি আদেশ অমান্য করা ও সামাজিক দূরত্ব বজায় না রেখে এবং কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনে শতাধিক ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যঝুঁকিতে রেখে পাঠদানের অপরাধে প্যাস্টরাল কোচিংয়ের পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন