News71.com
 Bangladesh
 13 Aug 20, 10:25 PM
 767           
 0
 13 Aug 20, 10:25 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে এসআই প্রত্যাহার॥

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে এসআই প্রত্যাহার॥

নিউজ ডেস্কঃ ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ দায়ের হওয়ার পর সরিয়ে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমানকে। তাকে আখাউড়া থানা থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে স্থানান্তরিত করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, কাউকে প্রত্যাহার করা হয়নি। এসআই মতিউর রহমানকে দায়িত্ব পালনের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়েছে। বেলা আড়াইটা নাগাদ আদালতের কোনো কাগজপত্র পাই নি। যে কারণে কোনো কোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটা অফিসিয়ালি বলার সুযোগ নেই। এছাড়া যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে তিনজন অন্যত্র বদলি হয়ে গেছেন। একজন (হুমায়ুন) অসুস্থতার কারণে ছুটিতে আছেন। এ অবস্থায় কাগজপত্র না দেখে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না।বুধবার (১২ আগস্ট) আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ার বাসিন্দা হারুণ মিয়া নামে এক ব্যক্তি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আখাউড়া) আদালতে পাঁচ পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে আদালত ইন্সপেক্টরের নিচে নয় এমন কাউকে দিয়ে তদন্ত করিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। এর আগে একই বিষয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দেয়ার পর এর তদন্ত চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন