News71.com
 Bangladesh
 08 Aug 20, 09:10 PM
 255           
 0
 08 Aug 20, 09:10 PM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ২ যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার॥

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ২ যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার॥

 

নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া এলাকা থেকে দুই যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মির্জাপুর থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সায়েদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন । মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, মহাসড়কের পাশ দিয়ে অসংখ্য তার রয়েছে। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ওই তারের মধ্যে বাধা পেয়ে গলায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার শান্তিনগর গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে মাসুদ রানা (২৮) ও রংপুরের কতোয়ালী উপজেলার চানবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন মিয়া (২৮)। শুক্রবার রাত ৮টার দিকে মাসুদ রানা ও মামুন মিয়া মোটরসাইকেলযোগে গাজীপুর যাচ্ছিলেন। শনিবার সকালে পুলিশ মহাসড়কের ওই স্থান থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে ।

 

 

পুলিশ জানায়, মাসুদ রানা গাজীপুরের কাশেমপুর এলাকার গ্রামীণ ফেব্রিক্সে চাকরি এবং মামুন মিয়া কালিয়াকৈর উপজেলার চক্রবর্তী এলাকায় মুদি দোকান করেন। তারা দুই বন্ধু শুক্রবার রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে গাজীপুরের উদ্দ্যেশে রওনা হন। শনিবার সকালে মহাসড়কের ওই স্থানে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের সুরতহাল তৈরি করে লাশ দুটি উদ্ধার করে। এসময় তাদের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. দীপু জানান, মহাসড়কের ওপর ও পাশ দিয়ে অসংখ্য তার টাঙানো আছে। কিছু তার মাটিতেও পড়ে রয়েছে। ওই তারে বাধাপ্রাপ্তর পর দুর্ঘটনাকবলিত হয়ে মারা যেতে পারেন। তাছাড়া অন্য কোনো ঘটনাও থাকতে পারে। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলে তিনি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন